বিউগলের করুন সুরে চট্টগ্রামে শহীদ দিবসের আনুষ্ঠানিকতা শুরু
চট্টগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ রোববার রাত ১২ টা ১ মিনিটে বিউগলের করুণ সুর ও তোপধ্বনির মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি।
একুশের প্রথম প্রহরে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিন। এস ময় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চেীধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, মহানগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠ, উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আলম চৌধুরী প্রমুখ। এ ছাড়া জেলা পরিষদ, উন্নয়ন কর্তৃপক্ষসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মীরা আলাদা ভাবে ফুল দিয়ে ভাষা শহীদদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
এ ছাড়া চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল, চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম আইনজীবী সমিতি, চট্টগ্রাম ক্লাব লিমিটেড, বাংলাদেশ ট্রেড ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের। এসব কর্মসূচিকে ঘিরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা।