ঠাকুরগাঁওয়ে শহীদ বেদীতে সর্বস্তরের জনতার শ্রদ্ধা
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে পুস্পার্ঘ অর্পন করেছেন সর্বস্তরের মানুষ। শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন ও ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পন করেন।
এরপর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ ভাষা শহীদদের স্মরণে শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানায়।
এছাড়াও একই সময়ে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শহীদ বেদীতে ভাষা সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে পুস্পস্তবক দেয়া হয়।