গণতন্ত্রকে নিজস্ব গতিতে চলতে দিন : ফখরুল
গণতন্ত্রকে নিজস্ব গতিতে চলতে দিন, না হলে দেশের পরিস্থিতি ভালো হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব সরকারের উদ্দেশে বলেন, ‘প্রতিহিংসার রাজনীতি ছেড়ে দিয়ে ভালোবাসার রাজনীতিতে ফিরে আসুন। গণতন্ত্রকে নিজের মতো চলতে দিন। সৎ পথে রাজনীতি করুন এবং মানুষকে কথা বলার সুযোগ দিন। তা নাহলে দেশের পরিস্থিতি ভালো হচ্ছে না, ভালো হবে না। এখানে একদলীয় শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে সেটা ভালো হবে না, অতীতে হয়নি।’
মির্জা ফখরুল আরো বলেন, ‘আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না। আমরা সামনে একটা সুন্দর ভবিষ্যৎ চাই। আমরা মানুষকে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে চাই। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
ঠাকুরগাঁও জেলা বিএনপির সহসভাপতি শাহেদ কালাম চৌধুরী ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, সহসভাপতি মির্জা ফয়সল আমীন, ওবায়দুল্লাহ মাসুদ, সাংগঠনিক সম্পাদক পয়গাম আলী প্রমুখ।