পাবনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত
পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে পুরোনো মোটরসাইকেল কেনার পর কাগজপত্র নিয়ে বিরোধের জেরে রিকো (৩৫) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রিকোকে হত্যার অভিযোগ উঠেছে তার প্রতিপক্ষ ভোলা নামে এক যুবকের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) দিনগত রাত সাড়ে ৮টার দিকে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ছাতিয়ানি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিকো ছাতিয়ানি পশ্চিমপাড়া গ্রামের ফারুক হোসেনের ছেলে। তার নামে থানায় চাঁদাবাজি ও মাদকসহ ছয়টি মামলা রয়েছে। অপরদিকে, ভোলার নামেও চাঁদাবাজি ও মাদকসহ চারটি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ভোলার কাছ থেকে একটি পুরোনো মোটরসাইকেল কিনেছিলেন রিকো। সেই মোটরসাইকেলের কাগজপত্র নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ভোলা মোটরসাইকেলের কাগজপত্র রিকোকে দেওয়ার সময় তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে ভোলার ছুরিকাঘাতে গুরুতর আহত হন রিকো। আশঙ্কাজনক অবস্থায় রিকোকে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে পাবনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ‘মোটরসাইকেলের কাগজপত্র চাওয়া নিয়ে ঝগড়ার জেরে ভোলাকে মারধর করেছিল রিকো। তবে, সেই ঘটনায় ভোলা কোথাও অভিযোগ করেনি। আজকে কাগজপত্র দেওয়ার সময় তাদের ওই ঘটনা নিয়ে আবারও তর্কাতর্কি শুরু হলে একপর্যায়ে ভোলার ছুরিকাঘাতে রিকো নিহত হন।’
ওসি আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও থানায় কেউ অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’