অসামাজিক কাজে বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যা করে, দাবি র্যাবের
গাজীপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে মাসুদ রানা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সংস্থাটির দাবি, পরকীয়া, মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ডে বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যা করেন তিনি। পরে মরদেহ ঘরের ফ্যানের সঙ্গে উড়না দিয়ে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন। পরে গা ঢাকা দেন তিনি।
গতকাল শনিবার (২৬ আগস্ট) দিনগত রাতে আশুলিয়ার একটি বাসা থেকে মাসুদকে গ্রেপ্তার করেছে র্যাব একের সদস্যরা। আজ রোববার সকালে পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসাইন গাজীপুরে র্যাবের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
মেজর ইয়াসির আরাফাত বলেন, ‘গত ২৮ জুলাই গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহের ময়নাতদন্তে বেরিয়ে আসে পরকীয়া, মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপে বাধা দেওয়ায় স্ত্রী হাফিজা আক্তারকে প্রথমে লাঠি দিয়ে আঘাত করে এবং পরে শ্বাসরোধে হত্যা করে মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে পালিয়ে যান স্বামী মাসুদ। গত দুই মাস তিনি দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।’
র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘মাসুদ রানার নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে অপহরণসহ তিনটি মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’