শেরপুরে বাজার মনিটরিংয়ে টাস্কফোর্সের অভিযান
শেরপুরে বাজার নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে শেরপুরের নয়ানী বাজারে এই অভিযান চলে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। অভিযানে অতিরিক্ত জেলা প্রশাসন মোহাম্মদ রাজীব উল আহসান, সহকারী কমিশনার গাজী আশিক, জেলা বিপণন কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে প্রতিটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন, মালামালের চালান পরীক্ষাসহ নানা বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান জানান, এই অভিযান নিয়মিতভাবে পরিচালনা করবে টাস্কফোর্স।