ফ্ল্যাডলাইট টাওয়ারে ভারসাম্যহীন নারী, উদ্ধার করল ফায়ার সার্ভিস
রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের বায়তুল মোকাররমের মহিলা গেটের কাছে ফ্ল্যাডলাইট টাওয়ারের প্রায় ৬০ ফিট উঁচুতে রাশিদা (৪০) নামের নারী উঠে পড়েন। পরে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে। আজ বুধবার (১ জানুয়ারি) সকাল ১০টা ১৭ মিনিটে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, রাশিদা একজন ভারসাম্যহীন নারী। ঘটনাস্থল থেকে এক ব্যক্তি আমাদের ফোন করেন। তারপর ফায়ার সার্ভিস দ্রুত সেখানে যায় এবং ওই নারীকে উদ্ধার করে।
রাশেদ বিন খালিদ জানান, আনুমানিক ৬০ ফিট উঁচুতে ওই ভারসাম্যহীন নারী উঠে বসে থাকেন। সেখান থেকে যেকোনো দুর্ঘটনা ঘটতে পারত। সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর লোকজন গিয়ে সেই নারীকে টাওয়ার থেকে নামিয়ে আনেন। পরে পল্টন থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।