জিপিএইচ ইস্পাতের ইপিএস ৯৩ পয়সা
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাতের চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (নভেম্বর-জানুয়ারি) শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৯৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৭২ পয়সা। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রকাশিত কোম্পানিটির আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের নয় মাসে (মে-জানুয়ারি) কোম্পানিটির ইপিএস হয় দুই টাকা ৩০ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময় ছিল এক টাকা ৯৮ পয়সা। গত জানুয়ারি শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ৯৯ পয়সা।
২০১৫ সালের জন্য জিপিএইচ ইস্পাত ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে এই হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৯ কোটি ২৪ লাখ ৭০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় দুই টাকা ৩৪ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ১৬ টাকা ৪০ পয়সা।
গত এক মাসের মধ্যে কোম্পানিটির শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ৪১ টাকা ৩০ পয়সা ও সর্বোচ্চ ৫২ টাকা ১০ পয়সা।
সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ১৭ দশমিক ১।
কোম্পানিটি ২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে এর অনুমোদিত মূলধন ২৫০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১২৪ কোটি ৭৪ লাখ টাকা। রিজার্ভ ৪০ কোটি ৯৮ লাখ টাকা।
কোম্পানিটির মোট শেয়ার ১২ কোটি ৪৭ লাখ ৪০ হাজার। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৫৯ দশমিক ৬৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৪ দশমিক ৪৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৫ দশমিক ৯২ শতাংশ।