ব্যাংক এশিয়ার পর্ষদ সভা ৯ মার্চ
ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদের সভা ৯ মার্চ বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানির ২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ সুপারিশ করা হতে পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানির পর্ষদ ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়। ওই হিসাব বছরে কর-পরবর্তী প্রকৃত মুনাফা হয় ২০১ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় হয় ২ টাকা ৬৪ পয়সা ও শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য দাঁড়ায় ২১ টাকা ৭৬ পয়সা।
২০০৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় কোম্পানিটি। বর্তমানে এর অনুমোদিত মূলধন দেড় হাজার কোটি টাকা। ৮৩৯ কোটি ৩০ লাখ টাকা পরিশোধিত মূলধনের এ কোম্পানির মোট ৮৩ কোটি ৯২ লাখ ৯৫ হাজার ১৫৩টি শেয়ার রয়েছে। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৪৬ দশমিক ৪৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৩৩ দশমিক ৯১ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী দশমিক ৩২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৯ দশমিক ৩ শতাংশ শেয়ার রয়েছে।