বার্জার পেইন্টসের লভ্যাংশ নির্ধারণী সভা ১৪ মার্চ
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পর্ষদ সভা ১৪ মার্চ বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর-২০১৫ শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।
২০১৫ সালের (জানুয়ারি-সেপ্টেম্বর) প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয় ৪৫ টাকা ৩৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৬ টাকা ৯৪ পয়সা।
গত বছর সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়ায় ১৬৭ টাকা ৩৯ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১৫৪ টাকা ৪ পয়সা।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২২০ শতাংশ লভ্যাংশ দেয়। এ হিসাব বছরে এর শেয়ারপ্রতি আয় হয় ৪৯ টাকা ৬৪ পয়সা, কর-পরবর্তী প্রকৃত মুনাফা হয় ১১৫ কোটি এক লাখ ৩০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য ছিল ১৫৪ টাকা চার পয়সা।
গত এক মাসে কোম্পানির প্রতিটি শেয়ারের সর্বনিম্ন দর এক হাজার ৯২৮ টাকা ৮০ পয়সা ও সর্বোচ্চ দর দুই হাজার ১৬ টাকা ৬০ পয়সা।
কোম্পানিটি ২০০৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। মোট শেয়ারের মধ্যে ৯৫ শতাংশ শেয়ার উদ্যোক্তা-পরিচালক, ৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ১ দশমিক ৩ শতাংশ বিদেশি বিনিয়োগকারী ও দশমিক ৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।