প্রাইম ব্যাংকের পর্ষদ সভা ২১ মার্চ
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা ২১ মার্চ দুপুর পৌনে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানির ২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, গত বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় হয়েছে ২৭ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় হয় ৪১ পয়সা।
গত বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয় দুই টাকা ৩৮ পয়সা। তবে এর আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় হয় এক টাকা ৪০ পয়সা।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে ওই হিসাব বছরে কোম্পানির কর-পরবর্তী প্রকৃত মুনাফা হয় ২২৪ কোটি ৫৫ লাখ ৪০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় হয় দুই টাকা ১৮ পয়সা ও শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য ২৩ টাকা ৮৮ পয়সা।
২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় প্রাইম ব্যাংক। বর্তমানে এর অনুমোদিত মূলধন দুই হাজার ৫০০ কোটি টাকা। এক হাজার ২৯ কোটি টাকা পরিশোধিত মূলধনের এ কোম্পানির শেয়ারসংখ্যা ১০২ কোটি ৯৩ লাখ ৪৮ হাজার ৬১৬টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৪০ দশমিক ৫৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২১ দশমিক ৯২ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী ১ দশমিক ৩৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩৬ দশমিক ১৮ শতাংশ।