প্রাইম ব্যাংকের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
ঘোষিত লভ্যাংশের বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমতি নিতে আগামী ২৬ এপ্রিল সকাল ১০টায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কমপ্লেক্সে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ-সংশ্লিষ্ট রেকর্ড ডেট ১১ এপ্রিল।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় হয়েছে দুই টাকা ১১ পয়সা ও শেয়ারপ্রতি সমন্বিত সম্পদমূল্য ২৫ টাকা ৭৫ পয়সা।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে ওই হিসাব বছরে কোম্পানির কর-পরবর্তী প্রকৃত মুনাফা হয় ২২৪ কোটি ৫৫ লাখ ৪০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় হয় ২ টাকা ১৮ পয়সা ও শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য ২৩ টাকা ৮৮ পয়সা।
২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় প্রাইম ব্যাংক। বর্তমানে এর অনুমোদিত মূলধন দুই হাজার ৫০০ কোটি টাকা। এক হাজার ২৯ কোটি টাকা পরিশোধিত মূলধনের এ কোম্পানির শেয়ারসংখ্যা ১০২ কোটি ৯৩ লাখ ৪৮ হাজার ৬১৬টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৪০ দশমিক ৫৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২১ দশমিক ৯২ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী ১ দশমিক ৩৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩৬ দশমিক ১৮ শতাংশ।