ডরিন পাওয়ারের লেনদেন শুরু কাল
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের লেনদেন শুরু হবে আগামীকাল বুধবার। কোম্পানিটির ট্রেডিং কোড হবে ‘DOREENPOWER’ ও কোম্পানি কোড হবে ১৫৩১৯।
শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৬০তম সভায় ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দেওয়া হয়।
কোম্পানিটি শেয়ারবাজারে দুই কোটি শেয়ার ছেড়ে ৫৮ কোটি টাকা সংগ্রহ করেছে।
কোম্পানিটির গত পাঁচ বছরে শেয়ারপ্রতি গড় আয় হয়েছে তিন টাকা ১৯ পয়সা। ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৪ টাকা ৮৭ পয়সা।
কোম্পানিটি শেয়ারবাজার থেকে টাকা সংগ্রহ করে দুটি সহযোগী প্রতিষ্ঠানের পাওয়ার প্ল্যান্ট স্থাপন, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিওর খরচ খাতে ব্যয় করবে।