প্রক্সি দিতে গিয়ে ছাত্রলীগ নেতাসহ ঢাবি ছাত্র আটক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলাকালে প্রক্সি দিতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে আটক করেছেন দায়িত্বরত শিক্ষকরা। আটক ছাত্রকে উদ্ধার করতে এলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক সহসভাপতিকেও আটক করা হয়েছে।
আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভূতাত্তিক বিজ্ঞান বিভাগের ২০৩ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। ঘটনার পর ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
আটক ওয়ালিউর হোসেন জনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ভর্তি পরীক্ষায় ছানাউল হোসেন নামের এক ভর্তি-ইচ্ছুর প্রক্সি দিতে এসে আটক হন জনি।
সোমবার নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পরীক্ষা চলাকালে চতুর্থ পালায় ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ২০৩ নম্বর কক্ষে প্রক্সি দিতে গিয়ে দায়িত্বরত শিক্ষক অধ্যাপক ড. এ টি এম শাখাওয়াত হোসেনের হাতে আটক হন জনি। পরে তাঁকে উদ্ধার করতে জোরপূর্বক পরীক্ষার হলে প্রবেশ করেন জাবি শাখা ছাত্রলীগের সহসভাপতি খলিলুর রহমান আনোয়ার। দায়িত্বরত শিক্ষকদের সঙ্গে ধাক্কাধাক্কি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে জনিকে বাঁচানোর চেষ্টা করেন আনোয়ার। এ সময় দায়িত্বরত শিক্ষক অধ্যাপক ড. শাখাওয়াত হোসেন, সুদীপ পাল ও ভর্তি পরীক্ষার আঞ্চলিক সমন্বয়ক অধ্যাপক দেলোয়ার হোসেন তাঁদের আটক করে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেন।
প্রক্টরের কার্যালয়ে নিয়ে গেলে বাথরুমে যাওয়ার কথা বলে সহকারী প্রক্টর শেখ আদনান ফাহাদকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন আনোয়ার। তবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা তাঁকে পুনরায় আটক করেন বলে জানিয়েছেন সহকারী প্রক্টর শেখ আদনান ফাহাদ।
আটক ছাত্র জনি উপস্থিত সাংবাদিকদের কাছে স্বীকার করেন, সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান ইমন ৫০ হাজার টাকার চুক্তিতে তাঁকে প্রক্সি পরীক্ষা দেওয়ার প্রস্তাব দেন। ইমনের দেওয়া মোবাইল ফোন নম্বরের মাধ্যমে জাবিতে এসে আনোয়ারের সঙ্গে দেখা করে পরীক্ষার হলে ঢোকেন জনি। কোনো সমস্যায় পড়লে বিষয়টি দেখবেন বলে জনিকে আশ্বাস দেন আনোয়ার।
এই প্রতিবেদন লেখার সময় আটক দুজন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে আটক আছেন। তাঁদের পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা। এদিকে ছাত্রলীগ নেতা আনোয়ারকে তাৎক্ষণিকভাবে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে জাবি ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মফিজুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ ব্যাপারে আমাকে জানিয়েছেন। এ ছাড়া বিস্তারিত কিছু বলতে পারব না।’
আটক আনোয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাসেল পক্ষের নেতা।