ছাত্রলীগ নেতাসহ ঢাবি ছাত্রের বিরুদ্ধে মামলা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষায় প্রক্সি (বদলি পরীক্ষা) দিতে গিয়ে আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়ালিউর হোসেন জনি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি খলিলুর রহমান আনোয়ারের বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী বাদী হয়ে গতকাল সোমবার রাতে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন।
আজ মঙ্গলবার সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন-উল কাদির এনটিভি অনলাইনকে জানান, ১৯৮০ সালের ‘পাবলিক পরীক্ষা আইন (অপরাধ)’-এর ৩ (খ/১৩) ধারায় এ মামলা করা হয়েছে। মামলা নম্বর ৫(১১)১৫।
আসামি দুজনকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানান ওসি মহসীন-উল কাদির।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পরীক্ষা চলাকালে প্রক্সি দিতে গিয়ে আটক হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র ওয়ালিউর হোসেন জনি।
জনিকে উদ্ধার করতে গিয়ে আটক হন এর ‘হোতা’ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি খলিলুর রহমান আনোয়ার।