জাবির সরকার ও রাজনীতি বিভাগের পুনর্মিলনী ৮ জানুয়ারি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৮ জানুয়ারি। ‘সরকার ও রাজনিতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ এ পুনর্মিলনীর আয়োজন করছে।
পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক ও বিভাগীয় সভাপতি বশির আহমেদ এ তথ্য জানিয়েছেন। এ সম্পর্কে তিনি বলেন, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মহামিলনের মহেন্দ্রক্ষণকে আনন্দময় করে তুলতে জোর প্রস্তুতি চলছে। এর মাধ্যমে সবার মধ্যে সেতুবন্ধ গড়ে উঠবে।
এরইমধ্যে নিবন্ধন শুরু হয়েছে এবং আগামী ৩০ নভেম্বরের পর্যন্ত এ প্রক্রিয়া চলবে বলে জানান বশির আহমেদ।
শিক্ষার্থীরা নিজ নিজ ব্যাচের প্রতিনিধির মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। এ সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য ০১৭১৪১১৩৩৩৩, ০১৯২২৯১৬২১৬, ০১৭১২২৬৬৭৮৮ নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপে (JUGP Alumni Association) পুনর্মিলনী সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।