রাশিফল
মেষের বিদেশ যাত্রা, সদাচরণ করুন মকর
আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা : ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ : মঙ্গল ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা : ৪ ও ৯। শুভ বার : মঙ্গল ও রবি। শুভ রত্ন : রক্তপ্রবাল ও গার্নেট।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কোনো আশা পূরণ হতে পারে। উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। পিতার শারীরিক অবস্থা ভালো থাকবে। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের দক্ষতার প্রমাণ রাখতে পারবেন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
ব্যবসাক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। কোনো প্রকার ঝামেলায় নিজেকে চালাতে যাবেন না। জীবনকে অর্থবহ করে করে তোলার চেষ্টা করুন। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। তীর্থ স্থান ভ্রমণের সুফল পেতে পারেন।
মিথুন (২১ মে-২০ জুন)
ঘনিষ্ঠ কারো সহযোগিতা আপনার কাজে লাগতে পারে। আচার-ব্যবহারে সহনশীল হলে ভালো করবেন। অস্থির মনোভাব ক্ষতির কারণ হতে পারে। ব্যবসাক্ষেত্রে ঝুঁকি নিবেন না। পরধন প্রাপ্তির সম্ভাবনা আছে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা যত্নবান হওয়ার চেষ্টা করুন। ভারী খাবার গ্রহণ করা থেকে বিরত থাকুন। অপরের প্রতি বিনয়ী আচারণ করুন। বিনিয়োগ ভালোভাবে চিন্তা-ভাবনা করে তারপর করুন। দাম্পত্য ক্ষেত্রে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলুন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
শিল্প সংস্কৃতির প্রতি আগ্রহ বোধ করতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। শরীর ভালো না-ও থাকতে পারে। আহারে বিহারে সতর্ক থাকুন। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। মন ভালো থাকবে। মনের মানুষকে মনের কথা খুলে বলুন। রোমান্স ও বিনোদন শুভ।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। আবেগ সংযত রাখুন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি শুভ সম্ভাবনাময়। শরীর ভালো থাকতে পারে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। আর্থিক দিক ভালো যেতে পারে। বেহাত হওয়া সম্পদের দখল ফিরে পেতে পারেন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। শরীর মোটামুটি ভালো থাকবে। নতুন বিনিয়োগে সুফল পেতে পারেন। অপরের প্রতি সদাচরণ করুন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। পেশাগত যোগাযোগ অব্যাহত রাখুন। শরীর খুব একটা ভালো না-ও যেতে পারে। অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন। ব্যয় বৃদ্ধি পেতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্ম পরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। বন্ধুদের কারো সহযোগিতায় উপকৃত হতে পারেন।