বাজারে সূচকের পতন, মূলধন কমেছে চার হাজার কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে পার করল গত সপ্তাহ (রোববার থেকে বৃহস্পতিবার)। সপ্তাহটিতে ডিএসইতে মূলধন কমেছে চার হাজার কোটি টাকা। কমেছে লেনদেনের পরিমাণও। অধিকাংশ কোম্পানির শেয়ারেও হয়েছে দরপতন।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আগের সপ্তাহ থেকে বিদায়ী সপ্তাহে লেনদেন পরিমাণ কমেছে ১১৯ কোটি ২৮ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে মূলধনের পরিমাণ কমেছে চার হাজার ১৪৪ কোটি টাকা।
এদিকে গত ১০ অক্টোবর পুঁজিবাজারে সরকারি বন্ডের লেনদেন শুরু হয়। এরপর ডিএসইতে ২৫০ বন্ডের লেনদেন হয়। এতে ডিএসইর শেয়ারবাজার মূলধন ২ লাখ ৫২ হাজার ২৬৩ কোটি ১৩ লাখ টাকা থেকে বেড়ে ৭ লাখ ৭৩ হাজার ৯৩৯ কোটি ৫৮ লাখ টাকায় দাঁড়িয়েছিল। এরপর গত ২৭ অক্টোবর শেয়ারবাজার মূলধন কমে দাঁড়িয়েছিল সাত লাখ ৬৯ হাজার ৪৬৫ কোটি ৭২ লাখ টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ারবাজার মূলধন দাঁড়ায় ছয় লাখ ৪৮ হাজার ৯২২ কোটি ৯ লাখ টাকায়। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারে শেয়ারবাজারে মূলধন দাঁড়িয়েছিল ছয় লাখ ৫৩ হাজার ৬৬ কোটি ৭২ লাখ টাকায়।
গেল সপ্তাহে ডিএসইতে লেনদেন হয় এক হাজার ৯৫০ কোটি ৭৪ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল দুই হাজার ৫০ কোটি তিন লাখ টাকা। আলোচিত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৩৯০ কোটি ১৪ লাখ টাকা। আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ৫১৭ কোটি ৫০ লাখ টাকা। গেল সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত ৪১২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৫টির, দর কমেছে ২৪৮টির বা ৬০ দশমিক ১৯ শতাংশ ও অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির। লেনদেন হয়নি ২২টি কোম্পানির শেয়ার।
সপ্তাহটিতে সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়। এক সপ্তাহের ব্যবধানে প্রধান সূচক ডিএসইএক্স ৬০ দশমিক ৪৪ পয়েন্ট কমে দাঁড়ায় পাঁচ হাজার ২৫১ দশমিক ৯৬ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস ১৫ দশমিক ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৪৩ দশমিক ৭০ পয়েন্টে। ডিএসই৩০ সূচক ৩২ দশমিক ৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৭৪ দশমিক ৮৪ পয়েন্টে। এছাড়া ডিএসএমইএক্স সূচক ৩২ দশমিক ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৫২০ দশমিক ০৮ পয়েন্টে।