গানে গানে রাবি শিক্ষার্থী লিপু হত্যার বিচার দাবি
প্রজ্বালন, গণস্বাক্ষর, পথনাটকের পর এবার গানে গানে বিচার চাওয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যার।
আজ সোমবার গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত গণসংগীতের মাধ্যমে বিভাগের শিক্ষার্থী লিপু হত্যার বিচার দাবি করা হয়।
এ সময় লিপুকে নিয়ে রচিত ‘হলের ভিতর লিপু মরলো/ প্রশাসনের ঘুম না ভাঙলো/ দিনের পর দিন চলে যায় বিচার মেলে না’সহ নানা ধরনের প্রতিবাদী গান করেন শিক্ষার্থীরা। এতে গণযোগাযোগ ও সাংবাদিকতা ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
এদিকে লিপু হত্যার বিচার দাবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দেওয়া সাতদিনের আলটিমেটাম আজ শেষ হবে। তাই কঠোর আন্দোলনে যাননি শিক্ষার্থীরা। কিন্তু থেমে নেই আন্দোলন। প্রদীপ প্রজ্বালন, গণস্বাক্ষর, পথনাটকের পর এবার গণসংগীতের আয়োজন করে লিপু হত্যার বিচার দাবি করেন তাঁরা।
গত ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের ড্রেন থেকে লিপুর লাশ উদ্ধার করে পুলিশ। তার পর থেকেই বিচারের দাবিতে প্রদীপ প্রজ্বালন, গণস্বাক্ষর, পথনাটক, কালো ব্যাজ ধারণ, শোক মিছিল, মানববন্ধন করে আসছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
লাশ উদ্ধারের দিনই সন্ধ্যায় লিপুর চাচা বাদী হয়ে নগরীর মতিহার থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় লিপুর রুমমেট মনিরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়। গত ২৬ অক্টোবর মনিরুলকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ডে নেওয়া হয়।