‘রক্ত’ ঢেলে রাবি শিক্ষার্থী লিপু হত্যার বিচার দাবি
এবার রাস্তায় প্রতীকী রক্ত ঢেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যার বিচার দাবি করেছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করে।
লিপু হত্যার পর থেকে বিচারের দাবিতে প্রদীপ প্রজ্বালন, গণস্বাক্ষর, পথনাটক, গণসংগীতসহ নানা ধরনের কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা।
রক্ত ঢেলে প্রতিবাদের আগে শিক্ষার্থীরা গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশ শেষে আবার মিছিলটি একই বিভাগের সামনে গিয়ে শেষ হয়। এ সময় লিপু হত্যার বিচার দাবিতে তারা নানা ধরনের স্লোগান দেয়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, লিপুর হত্যাকাণ্ডের আজ প্রায় এক মাস পূর্ণ হতে চলল, কিন্তু মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এভাবে নীরব থাকে এবং ফলপ্রসূ কিছু না করে তাহলে আমরা আন্দোলনকে আরো জোরালো করতে বাধ্য হব। এরই মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এ হত্যার বিচারের দাবিতে নানা ধরনের কর্মসূচি পালিত হয়েছে বলেও বক্তারা সমাবেশে উল্লেখ করেন।
গত ২০ অক্টোবর সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের ডাইনিংয়ের পাশ থেকে লিপুর লাশ উদ্ধার করা হয়। হত্যার দিন সন্ধ্যায় লিপুর চাচা মো. বশির বাদী হয়ে রাজশাহী নগরীর মতিহার থানায় হত্যা মামলা করেন।