সিরাজগঞ্জে বাস-মাইক্রোর সংঘর্ষে নিহত ৪
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাস ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১০ জন।
আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার ঘোগা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোর ৫টার দিকে রায়গঞ্জ থেকে সিরাজগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস এবং বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চারজন নিহত হয়।
আহতদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।