ময়মনসিংহে ফাঁসির আসামি গ্রেপ্তার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামি ষাটোর্ধ্ব আবদুল গফুর ১৩ বছর ধরে পলাতক ছিলেন। তিনি উপজেলার মাইজবাগ ইউনিয়নের দত্তগ্রামের বাসিন্দা। গত শুক্রবার রাতে মৌলভীবাজারের বড়লেখা থানার বরনী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন এনটিভি অনলাইনকে শনিবার বলেন, ২০০২ সালে উপজেলার দত্তগ্রামে কৃষক সাহেদকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় রশিদের মৃত্যুদণ্ড হয়। ২০০৩ সাল থেকে তিনি পলাতক ছিলেন।
আজ শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।