মুনাফার ৭০ শতাংশ যাবে রিটেইল প্রফিটে, বাকিটা শেয়ারহোল্ডারদের
পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির তমিজউদ্দিন টেক্সটাইলের ২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরে (জুলাই-জুন) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৬৪ পয়সা। এর মধ্যে কোম্পানির শেয়ারহোল্ডাররা পাবে ২ টাকা বা ৩০ দশমিক ১২ শতাংশ। বাকি ৪ টাকা ৬৪ পয়সা বা ৬৯ দশমিক ৮৮ শতাংশ চলে যাবে কোম্পানির রিটেইল প্রফিটে। আজ মঙ্গলবার (২১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে গতকাল সোমবার কোম্পানিটির পর্ষদ সভায় শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুধু সাধারণ শেয়ারহোল্ডাররা এই লভ্যাংশ পাবে। সাধারণ শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ হিসেবে পাবে ২ কোটি ৩৩ লাখ ৮ হাজার ৩৪২ টাকা। ২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরে তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ার প্রতি আয় হয়েছে ৬ টাকা ৬৪ পয়সা। আগের ২০২১-২০২২ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৬ টাকা ৬১ পয়সা। এসময়ের ব্যবধানে ইপিএস বেড়েছে ৩ পয়সা বা দশমিক ৪৫ শতাংশ।
লভ্যাংশ ঘোষণা প্রসঙ্গে কোম্পানির ডেপুটি সচিব আলী হোসেন বলেন, আগের অর্থবছর চেয়ে সমাপ্ত অর্থবছরে তমিজউদ্দিন টেক্সটাইলের মুনাফা বেড়েছে। এরই ধারায় ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ সমাপ্ত অর্থবছরের মোট মুনাফা থেকে কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডাররা পাচ্ছে শেয়ার প্রতি ২ টাকা পাবে। বাকি অর্থ কোম্পানির রিটেইল প্রফিটে চলে যাবে।
আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় জানা যায়, সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৫ টাকা ৩ পয়সা। আগের অর্থবছরের এনওসিএফপিএস ছিল ১০ টাকা ২৬ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯০ টাকা ৭৭ পয়সা। আগের অর্থবছরে এনএভিপিএস ছিল ৯৭ টাকা ২ পয়সা। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে শুরু হবে আগামী ৩১ ডিসেম্বর, বেলা সাড়ে ১১টায়। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১০ ডিসেম্বর।
একইদিন চলতি অর্থবছরের (২০২৩-২০২৪) প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে কোম্পানিটি। প্রতিবেদনে কোম্পানিটির প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৮৬ পয়সা। আগের অর্থবছরের (২০২২-২০২৩) একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয়েছিল ৮৬ পয়সা। প্রথম প্রান্তিকে এনওসিএফপিএস ২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এনওসিএফপিএস ছিল ১ টাকা ৭৫ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে নেগেটিভ ৯১ টাকা ৬৬ পয়সা।
উল্লেখ্য, ১৯৯২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় তমিজউদ্দিন টেক্সটাইল। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩০ কোটি ৬ লাখ ৫০ হাজার টাকা। শেয়ার সংখ্যা ৩ কোটি ৬৪ হাজার ৭৬৭টি। মঙ্গলবার লেনদেন শুরুতে কোম্পানিটির শেয়ার প্রতি দর ছিল ১৭৮ টাকা ৩০ পয়সা। কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকরা ৬১ দশমিক ২৩ শতাংশ শেয়ার ধারণ করেছে। এছাড়া প্রাতিষ্ঠানিক পরিচালক দশমিক ৮৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীরা ৩৭ দশমিক ৯২ শতাংশ শেয়ার ধারণ করেছে।