সূচকের ঊর্ধ্বগতি, লেনদেনে মন্দা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ রোববার (১৫ ডিসেম্বর)। একদিনের ব্যবধানে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৭৩ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া ৫৯ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। আগের কর্মদিবস বৃহস্পতিবারের তুলনায় এদিন বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে। তবে লেনদেন কমে আজ ৩০৪ কোটি টাকায় অবস্থান করেছে।
জানা যায়, গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৫১ কোটি ৫৯ লাখ টাকা। যা আজ লেনদেন হয়েছে ৩০৪ কোটি ১০ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৫৬ হাজার সাত কোটি ৫৮ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বৃহস্পতিবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৫২ হাজার ৪৯৬ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার।
আজ প্রধান সূচক ডিএসইএক্স ৭৩ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ১৭৮ দশমিক ৮৬ পয়েন্টে। আগের কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ১০৫ দশমিক ৪৩ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক ১২ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৫২ দশমিক ৪৫ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক ২৬ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯০৮ দশমিক ৩২ পয়েন্টে।
ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৩২টির বা ৫৯ দশমিক ৪৯ শতাংশ ও কমেছে ৮৯টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৬৯টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মার শেয়ার। কোম্পানিটির ৩৪ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে একমি ল্যাবের ১৫ কোটি ৪৮ লাখ টাকা, ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের আট কোটি ২১ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের সাত কোটি ৭১ লাখ টাকা এবং এনআরবি ব্যাংকের ছয় কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ড্রাগন সোয়েটারের শেয়ার। কোম্পানিটির দর কমেছে চার দশমিক ১৩ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে অ্যাসোসিয়েট অক্সিজেনের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ।