দর বাড়ায় সেরা শমরিতা হাসপাতালের শেয়ার
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শমরিতা হাসপাতালের শেয়ার দর আজ বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। এই ধরনের বাড়ায় এদিনে এই কোম্পানিটির শেয়ার দর বাড়ার শীর্ষে উঠে এসেছে। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সোমবার (১৫ জানুয়ারি) ডিএসইতে কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ৮৫ টাকা ৫০ পয়সা। আজ কোম্পানিটির সমাপনী দর ছিল ৯৪ টাকা। এক কর্মদিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ার প্রতি দর বেড়েছে আট টাকা ৫০ পয়সা। আলোচ্যদিনে কোম্পানিটির শেয়ার দর ৯৪ টাকা থেকে ৮৫ টাকা ৫০ পয়সায় ওঠানামা করেছে। কোম্পানিটি ১২ লাখ ৮ হাজার ৫৮৭টি শেয়ার দুই হাজার ৬৫২বার হাতবদল হয়।
কোম্পানির তথ্যমতে, বিদায়ী ২০২৩-২০২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদনে শমরিতা হাসপাতালের শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৯২ পয়সা। আগের ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ার প্রতি মুনাফা ছিল ১৪ পয়সা। আলোচিত প্রান্তিকে শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে দুই টাকা এক পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৫ টাকা ১৯ পয়সা।
২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরে (জুলাই-জুন) কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছিল চার পয়সা। আগের ২০২১-২০২২ অর্থবছরে শেয়ার প্রতি মুনাফা ছিল ৮২ পয়সা। ২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ হয়েছিল এক টাকা ৩৪ পয়সা। আর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছিল ৪৮ টাকা ৩৯ পয়সা।
১৯৯৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় শমরিতা হাসপাতাল। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ২১ কোটি ৮০ লাখ ১০ হাজার টাকা। শেয়ার সংখ্যা দুই কোটি ১৮ লাখ ৮৯৭টি। কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকরা ৪৫ দশমিক ৬৪ শতাংশ শেয়ার ধারণ করেছে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক পরিচালকরা ১২ দশমিক ২৯ শতাংশ, বিদেশি দশমিক শূন্য এক শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীরা ৪২ দশমিক শূন্য ছয় শতাংশ শেয়ার ধারণ করেছে।