ডিএসইতে ৮১ শতাংশ কোম্পানির দরপতন
বিক্রির চাপ বাড়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ সোমবার (২৫ মার্চ)। এদিন লেনদেনে অংশ নেওয়া ৮১ শতাংশ কোম্পানির শেয়ার দরপতন হয়েছে। কমেছে বাজারে মূলধনসহ লেনদেনের পরিমাণ।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, টানা আট কর্মদিবস পতনের পর গেল সপ্তাহের শেষ দুদিন সূচক উত্থানে লেনদেন হয়েছিল। সেই উত্থান ধরে রাখতে পারেনি। গতকালের মতো আজ সোমবারও সূচক পতনে রয়েছে। লেনদেন শেষে ডিএসইএক্স কমেছে ৬৬ পয়েন্ট। এদিন লেনদেনের পরিমাণ চারশ কোটি টাকার ঘরে নেমে এসেছে। কমেছে ৩১৮ কোম্পানির শেয়ার দর।
জানা যায়, সোমবার ডিএসইতে লেনদেন হয় ৪৪৫ কোটি ৫৩ লাখ টাকা। আগের কর্মদিবস রোববার লেনদেন ৫৮০ কোটি ৩৩ লাখ টাকা। এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮৩ হাজার ৭০০ কোটি ৭৫ লাখ টাকা। আগের কর্মদিবস রোববার বাজার মূলধন ছিল ছয় লাখ ৮৮ হাজার ৩৮৬ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার। আজ সূচক ডিএসইএক্স ৬৬ দশমিক ৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৮৩৪ দশমিক ৩৮ পয়েন্টে। ডিএসইএস সূচক ১৭ দশমিক ৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৬৭ দশমিক ১৬ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ২৬ দশমিক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ২৪ দশমিক ৯২ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৪১টির ও কমেছে ৩১৮টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৩৪টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার। কোম্পানিটির ৩১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ফার্মার ১৯ কোটি ৭১ লাখ টাকা, লাফার্জহোলসিমের ১৪ কোটি ৮৯ লাখ টাকা, বেস্ট হোল্ডিংসের ১৪ কোটি ২২ লাখ টাকা, গোল্ডেন সনের ১৩ কোটি ৭৬ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১২ কোটি পাঁচ লাখ টাকা, শাইনপুকুরের ১১ কোটি ৬৯ লাখ টাকা, ফু-ওয়াং সিরামিকের ১১ কোটি পাঁচ লাখ টাকা, ওরিয়ন ফার্মার আট কোটি ৬৩ লাখ টাকা এবং মালেক স্পিনিংয়ের ৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ। এদিন লেনদেনে অংশ নেওয়া ৭২ শতাংশ কোম্পানির শেয়ার দরপতন হয়েছে। বাজারে মূলধন সহ কমেছে লেনদেন পরিমাণ। সিএসইতে সোমবার ১৬ কোটি ২৮ টাকার শেয়ার লেনদেন হয়। আগের কর্মদিবস রোববার লেনদেন হয়েছিল ৫৮ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ১৪ হাজার ৪৮৭ কোটি ৬৬ লাখ টাকা। আগের কার্যদিবস রোববার বাজার মূলধন ছিল সাত লাখ ১৯ হাজার ১৬ কোটি ৫৭ লাখ টাকা।
সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৬৮ দশমিক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭০৪ দশমিক ১২ পয়েন্টে। এ ছাড়া সিএসই৫০ সূচক ১২ দশমিক ৪১ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১০৯ দশমিক ১১ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১০১ দশমিক ৯০ পয়েন্ট এবং সিএসআই সূচক ১০ দশমিক ২৮ পয়েন্ট কমেছে। সিএসইতে লেনদেন হওয়া ২১৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৭টির এবং কমেছে ১৫৭টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ২৪টির।