ডিএসইতে সূচক পতনে চলছে লেনদেন
সূচক পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। শুরুর প্রথম এক ঘণ্টা ১৪ মিনিটে লেনদেন হয়েছে ১০৫ কোটি টাকা। অধিকাংশ কোম্পানির শেয়ার দরপতনে রয়েছে। আজ মঙ্গলবার (২ এপ্রিল) ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা যায়, শেয়ার কেনার চাপে লেনদেনের শুরুতেই সূচকের উত্থান হয়। লেনদেনে শুরুর প্রথম তিন মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ৫ পয়েন্ট। এরপর কেনার চাপ কমতে থাকে। বেলা বাড়ার পর পালাক্রমে সূচক পতনের রূপে অবস্থান নেয়। লেনদেনে শুরুর প্রথম এক ঘণ্টা ১৪ মিনিটে ডিএসইএক্স পতন হয় ২৯ দশমিক শূন্য সাত পয়েন্ট। ডিএসইএক্স সূচক কমে অবস্থান করেছে পাঁচ হাজার ৭৩২ দশমিক ৩০ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক আট দশমিক শূন্য পাঁচ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১২ দশমিক ৪৮ পয়েন্ট কমেছে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ৫৮টির, কমেছে ২৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়েছে ১০৫ কোটি ৫৮ লাখ টাকা।
লেনদেন শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মার শেয়ার। লেনদেন করেছে ৯ কোটি ২২ লাখ টাকা। এ ছাড়া শাইনপুকুর সিরামিকসের সাত কোটি ২৯ লাখ টাকা, এমারেল্ড অয়েলের ছয় কোটি তিন লাখ টাকা, মালেক স্পিনিংয়ের পাঁচ কোটি ৪৬ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের পাঁচ কোটি তিন লাখ টাকা, ফাইন ফুডসের তিন কোটি ৮১ লাখ টাকা, লাফাজহোলসিমের তিন কোটি ৭১ লাখ টাকা, গোল্ডেন সনের তিন কোটি ৪২ লাখ টাকা, ফু-ওয়াং সিরামিকের দুই কোটি ৯৯ লাখ টাকা ও এমারেল্ড অয়েলের দুই কোটি ৯২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।