আধঘণ্টায় লেনদেন ৬২ কোটি টাকা, পতনে সূচক
সূচক পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। শুরুর প্রথম ৩০ মিনিট বা সকাল ১০টায় লেনদেন হয়েছে ৬২ কোটি টাকা। পতন হয়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর । আজ মঙ্গলবার (৯ এপ্রিল) ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা যায়, শেয়ার কেনার চাপে লেনদেনের শুরুতেই সূচকের উত্থান হয়। লেনদেনে শুরুর প্রথম সাত মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ১৬ পয়েন্ট। পরে কেনার চাপ কমে থাকে। বেলা বাড়ার পর পালাক্রমে সূচকের পতন নেমে আসে। লেনদেনে শুরুর প্রথম ৩০ মিনিটে ডিএসইএক্সে পতন হয় ১২ দশমিক ৬২ পয়েন্ট। ডিএসইএক্স সূচক কমে অবস্থান করেছে পাঁচ হাজার ৮৪৭ দশমিক ৬১ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক তিন দশমিক ৪১ পয়েন্ট ও ডিএস৩০ সূচক সাত দশমিক ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ২৭৭ দশমিক ৬২ পয়েন্ট ও দুই হাজার ২৬ দশমিক ১৯ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৭টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়েছে ৬২ কোটি ৭৯ লাখ টাকা।
লেনদেন শীর্ষে উঠে এসেছে এমারেল্ড অয়েলের শেয়ার। লেনদেন করেছে চার কোটি ৭৮ লাখ টাকা। এ ছাড়া ফু-ওয়াং ফুডের তিন কোটি ৯১ লাখ টাকা, স্কয়ার ফার্মার তিন কোটি ছয় লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার দুই কোটি ৮৬ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের দুই কোটি ৮৫ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের দুই কোটি ৫৮ লাখ টাকা, ফু-ওয়াং সিরামিকের দুই কোটি ৪৮ লাখ টাকা, ফরচুন সুজের দুই কোটি ৪৮ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকসের এক কোটি ৯০ লাখ টাকা এবং আলিফ ইন্ডাস্ট্রিজের এক কোটি ৮৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।