ডিএসইতে প্রধান সূচকের উত্থান, লেনদেনও বেড়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ মঙ্গলবার (৯ এপ্রিল)। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার দরে উত্থান হয়েছে। বাজারে মূলধনের পরিমাণ সহ বেড়েছে লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৪৪৩ কোটি ৮৪ লাখ টাকা। আগের কর্মদিবস সোমবার লেনদেন ছিল ৪১৫ কোটি ৩২ লাখ টাকা। এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮৪ হাজার ৭৩৪ কোটি ৯৩ লাখ টাকা। আগের কর্মদিবস রোববার বাজার মূলধন ছিল ছয় লাখ ৮৪ হাজার ৪৭৫ কোটি ৮২ টাকার শেয়ার।
আজ সূচক ডিএসইএক্স তিন দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৮৬৪ দশমিক শূন্য আট পয়েন্টে। ডিএসইএস সূচক এক দশমিক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৮২ দশমিক ২৯ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক এক দশমিক শূন্য তিন পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৩২ দশমিক ৩৭ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৮৬টির ও কমেছে ১৫৭টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৫৩টির।
আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিংয়ের শেয়ার। কোম্পানিটির ১৩৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। শেয়ার বাড়ার শীর্ষে রয়েছে কর্ণফুলী ইন্স্যুরেন্সের শেয়ার। দর বেড়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ। এদিন শেয়ার কমার শীর্ষে রয়েছে নিউ লাইন ক্লোথিংসের শেয়ার। শেয়ারটির দর কমেছে চার দশমিক ৯৪ শতাংশ।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারদর উত্থান হয়েছে। বেড়েছে বাজারে মূলধন সহ লেনদেনের পরিমাণ। সিএসইতে মঙ্গলবার নয় কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আগের কর্মদিবস সোমবার লেনদেন হয়েছিল ছয় কোটি ২৯ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ১৪ হাজার ১৭১ কোটি ২৩ লাখ টাকা। আগের কার্যদিবস রোববার বাজার মূলধন ছিল সাত লাখ ১২ হাজার ৯৬৪ কোটি ১৬ লাখ টাকা। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৪৫ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৩৩ দশমিক ১৬ পয়েন্টে। এছাড়া সিএসই৫০ সূচক এক দশমিক ২৩ পয়েন্ট, সিএসই-৩০ সূচক তিন দশমিক ২২ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ২২ দশমিক ৮২ পয়েন্ট এবং সিএসআই সূচক এক দশমিক শূন্য সাত পয়েন্ট বেড়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৯৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০৭টির এবং কমেছে ৬৩টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ২৬টির।
আজ সিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে আরএন স্পিনিংয়ের শেয়ার। কোম্পানিটির দুই কোটি ৩০ লাখ ৪০ হাজার টাকার শেয়ার কেনাবেচা হয়। শেয়ার বাড়ার শীর্ষে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। দর বেড়েছে ১০ শতাংশ। এদিন শেয়ার কমার শীর্ষে রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার। শেয়ারটির দর কমেছে ৯ দশমিক ৪৫ শতাংশ।