সূচকের পতন, কমেছে লেনদেনও
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে আজ বুধবার (১৭ এপ্রিল)। কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার দরপতন হয়েছে। তবে বেড়েছে বাজারে মূলধনের পরিমাণ।স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, সূচক উত্থান দিয়েই আজ ডিএসইর লেনদেন শুরু হয়। সেই উত্থান পরে পতন ফিরে আসে। লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স পতন হয়েছে ১০ পয়েন্ট। লেনদেন কমে চারশ কোটি টাকার ঘরে চলে এসেছে। মন্দা বাজারে মূলধন বেড়েছে ৩০ হাজার সাত কোটি টাকা।
জানা যায়, আজ বুধবার ডিএসইতে লেনদেন হয় ৪৮২ কোটি ৫৩ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন ছিল ৫৪০ কোটি ২৩ লাখ টাকা। আলোচিত দিনে পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৯ হাজার ২৩৯ কোটি ৮৯ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার বাজার মূলধন ছিল ছয় লাখ ৭৯ হাজার ১৬১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার।
আজ সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭৬৩ দশমিক ৭৭ পয়েন্টে। ডিএসইএস সূচক এক দশমিক ৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৬২ দশমিক ৪১ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক পাঁচ দশমিক ৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার সাত দশমিক ৩৪ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১০৬টির ও কমেছে ২২২টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৬৭টির।
আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার। কোম্পানিটির ২৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে লাভেলো আইসক্রিমের ২০ কোটি ২৭ লাখ টাকা, গোল্ডেন সনের ১৬ কোটি দুই লাখ টাকা, ফু-ওয়াং ফুডের ১৪ কোটি ৭১ লাখ টাকা, ফু-ওয়াং সিরামিকের ১৪ কোটি ৪৪ লাখ টাকা, বেস্ট হোল্ডিংসের ১৩ কোটি ৯২ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১২ কোটি ৭৩ লাখ টাকা, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১১ কোটি ৫৬ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকসের ১১ কোটি এক লাখ টাকা এবং প্যারামাউন্ট টেক্সটাইলের ১০ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।