৭২ শতাংশ কোম্পানির দরপতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ রোববার (২১ এপ্রিল) প্রধান সূচক ডিএসইএক্স গত ৩৫ মাস ১০ দিনের মধ্যে সর্বনিম্ন পয়েন্টে অবস্থান করেছে। এদিন লেনদেনে অংশ নেওয়া ৭২ শতাংশ কোম্পানির শেয়ার দরপতন হয়েছে। কমেছে বাজারে মূলধন সহ লেনদেনের পরিমাণ। লেনদেন ৪০০ কোটি টাকার ঘরে চলে এসেছে।
পবিত্র ঈদুল ফিতরের পর গত চার কর্মদিবসের মতো আজ রোববারও সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। লেনদেন শেষে আজ ডিএসইএক্স সূচক ৩২ পয়েন্ট কমে পাঁচ হাজার ৬৫৩ পয়েন্টে নেমে আসে। এ ধরনের কম পয়েন্টের সূচক গত ৩৫ মাস ১০ দিনের মধ্যে দেখেনি বিনিয়োগকারীরা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, রোববার ডিএসইতে লেনদেন হয় ৪৭৮ কোটি ২৩ লাখ টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন ছিল ৫২২ কোটি ৫১ লাখ টাকা। এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ চার হাজার ৭১০ কোটি ২১ লাখ টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার বাজার মূলধন ছিল সাত লাখ ছয় হাজার ৩২৫ কোটি ১১ লাখ টাকার শেয়ার। আজ সূচক ডিএসইএক্স ৩২ দশমিক ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬৫৩ দশমিক ৭১ পয়েন্টে। এর আগে ২০২১ সালের ৯ মে সূচক ডিএসইএক্স পাঁচ হাজার ৬৪৫ দশমিক ৬৯ পয়েন্টে নেমেছিল। ডিএসইএস সূচক আট দশমিক শূন্য এক পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৩৮ দশমিক ৫৪ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক দুই দশমিক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৮২ দশমিক ৪৩ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৭৫টির ও কমেছে ২৮৫টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৩৩টির।
রোববার লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার। কোম্পানিটির ২৯ কোটি ছয় লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। এ ছাড়া এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে সাত দশমিক ৫৪ শতাংশ।