প্রধান সূচকের পতন, বেড়েছে লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ বুধবার (২৪ এপ্রিল)। এদিন লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। কমেছে বাজারে মূলধনের পরিমাণ। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন ছয়শ কোটি টাকা ঘরে চলে এসেছে।
অনুসন্ধানে দেখা যায়, পবিত্র ঈদুল ফিতরের পর ডিএসইতে টানা পাঁচ কর্মদিবস পতন হয়েছে। সেই সূচক পতনে সামলে গতকাল সোমবার উত্থানে ফিরে। কিন্তু সেই উত্থান ধরে রাখতে পারেনি। তাই গতকালের মতো আজও প্রধান সূচকে পতন হয়েছে। লেনদেন শেষে আজ সূচক ডিএসইএক্স কমে ৫৪ পয়েন্ট।
ডিএসইর সূত্রে জানা যায়, বুধবার ডিএসইতে লেনদেন হয় ৬০২ কোটি ৭৪ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন ছিল ৫৯৭ কোটি ৫৬ লাখ টাকা। এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ দুই হাজার ৭১০ কোটি ৩৮ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার বাজার মূলধন ছিল সাত লাখ তিন হাজার ৩৫০ কোটি ছয় লাখ টাকার শেয়ার। আজ সূচক ডিএসইএক্স ৫৪ দশমিক ৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৫৭৮ দশমিক ৯৭ পয়েন্টে। আগের কর্মদিবস মঙ্গলবার ডিএসইএক্স ছিল পাঁচ হাজার ৬৩৩ দশমিক ৬০ পয়েন্টে। ডিএসইএস সূচক ছয় দশমিক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২২৯ দশমিক ৫৬ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক চার দশমিক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৮৪ দশমিক ৬৭ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৭৯টির ও কমেছে ২৭৪টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৪১টির।
লেনদেনের শীর্ষে বুধবারে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার। কোম্পানিটির ৩৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এডিএন টেলিকমের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯ দশমিক ৭৬ শতাংশ।