১০ মিনিটে লেনদেন ৫৪ কোটি টাকা, উত্থানে সূচক
সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। শুরুর প্রথম ১০ মিনিট বা সকাল ১০টা ১০ মিনিটে লেনদেন হয়েছে ৫৪ কোটি টাকা। উত্থান হয়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর । আজ সোমবার (২৯ এপ্রিল) ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা যায়, শেয়ার কেনার চাপে লেনদেনের শুরুতেই সূচকের উত্থান হয়। লেনদেনে শুরুর প্রথম দুই মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ২১ পয়েন্ট। পরে কেনার চাপ কমতে থাকে। এতে সূচকের উত্থান গতি কমে আসে। লেনদেনে শুরুর প্রথম ১০ মিনিটে ডিএসইএক্সে উত্থান হয় ১২ দশমিক শূন্য তিন পয়েন্ট। ডিএসইএক্স সূচক বেড়ে অবস্থান করেছে পাঁচ হাজার ৬২৭ দশমিক ৮৮ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক দশমিক ৫০ পয়েন্ট ও ডিএস৩০ সূচক এক দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ২৩৪ দশমিক ৬৬ পয়েন্ট ও এক হাজার ৯৯৭ দশমিক ৮২ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪৪টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়েছে ৫৪ কোটি ৩১ লাখ টাকা।
লেনদেন শীর্ষে উঠে এসেছে লাভেলো আইসক্রিমের শেয়ার। লেনদেন করেছে সাত কোটি ৯০ লাখ টাকা। এ ছাড়া মালেক স্পিনিংয়ের চার কোটি ৮১ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের তিন কোটি ৪৩ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার তিন কোটি ৩০ লাখ টাকা, খুলনা প্রিন্টিংয়ের দুই কোটি ৬৭ লাখ টাকা, আফতাব অটোর এক কোটি ৮৩ লাখ টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংকের এক কোটি ৬৫ লাখ টাকা, এনআরবি ব্যাংকের এক কোটি ৫১ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের এক কোটি ৪৪ লাখ টাকা এবং খান ব্রাদার্সের এক কোটি ২২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।