লেনদেন ৮০০ কোটি টাকা, সূচকে উত্থান
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ রোববার (৫ মে)। এদিন লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। লেনদেনসহ বেড়েছে বাজারে মূলধনের পরিমাণ। এদিন লেনদেন আটশ কোটি টাকা ঘরে চলে এসেছে।
জানা গেছে যায়, লেনদেন শুরু থেকে আজ ডিএসইর প্রধান সূচক ছিল উত্থানমুখী। সেই উত্থান লেনদেনের শেষ পর্ষন্ত ছিল। এদিন ডিএসইএক্স সূচক বেড়েছে ৭৬ পয়েন্ট। ক্রয়ের চাপ বাড়ায় এদিন ৬৫ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। একদিনেই ব্যবধানে বাজারে মূলধন বেড়েছে তিন হাজার ২৬৯ কোটি টাকা। লেনদেনও বেড়েছে ১০৭ কোটি টাকা।
ডিএসইর সূত্রে জানা যায়, আজ রোববার ডিএসইতে লেনদেন হয় ৮১৭ কোটি ৭৬ লাখ টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন ছিল ৭১০ কোটি ৬২ লাখ টাকা। এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৯ হাজার ৬০ কোটি ৫০ লাখ টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার বাজার মূলধন ছিল সাত লাখ পাঁচ হাজার ৭৯১ কোটি ছয় লাখ টাকার শেয়ার। আজ সূচক ডিএসইএক্স ৭৬ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬৯২ দশমিক শূন্য ছয় পয়েন্টে। আগের কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইএক্স ছিল পাঁচ হাজার ৬১৫ দশমিক ৬৪ পয়েন্টে। ডিএসইএস সূচক ১৮ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৫০ দশমিক ৯৮ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ২৫ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৩৩ দশমিক ৪৫ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৪০১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৫৯টির ও কমেছে ৯৮টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৪৪টির।
লেনদেনের শীর্ষে রোববারে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ৪১ কোটি পাঁচ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ফার ইস্ট নিটিংয়ের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ১০ শতাংশ। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে এডিএন টেলিকমের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে দুই দশমিক ৯৯ শতাংশ।