লেনদেন এগার’শ কোটি টাকা ছুঁই ছুঁই
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ সোমবার (৬ মে)। এদিন লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দরে উত্থান হয়েছে। লেনদেনসহ বেড়েছে বাজারে মূলধনের পরিমাণ। এদিন লেনদেন হয়েছে এক হাজার ৯৫ কোটি টাকা। এ অঙ্কের লেনদেন গত ২ মাস ২৩ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি লেনদেন হয়েছিল এক হাজার ১৭৩ কোটি টাকা।
জানা গেছে, লেনদেনের শুরুতেই আজ ডিএসইর প্রধান সূচক ছিল উত্থানমুখী। পরে আলোচিত সূচক কমতির দিকে ফিরে। বেলা বাড়ার পর সেখান থেকে ফের উত্থানে ফিরে, যা লেনদেনের শেষ পর্ষন্ত ছিল। এদিন ডিএসইএক্স সূচক বেড়েছে ৩৪ পয়েন্ট। শেয়ার ক্রয়ের চাপ বাড়ায় এদিন ৬৩ দশমিক ৬৩ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। একদিনেই ব্যবধানে বাজারে মূলধন বেড়েছে চার হাজার ৯৪ কোটি টাকা। লেনদেন বেড়েছে ২৭৭ কোটি ৮৮ লাখ টাকা।
ডিএসইর সূত্রে জানা যায়, আজ সোমবার ডিএসইতে লেনদেন হয় এক হাজার ৯৫ কোটি ৬৪ লাখ টাকা। আগের কর্মদিবস রোববার লেনদেন ছিল ৮১৭ কোটি ৭৬ লাখ টাকা। এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ১৩ হাজার ১৫৪ কোটি ৪৮ লাখ টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার বাজার মূলধন ছিল সাত লাখ ৯ হাজার ৬০ কোটি ৫০ লাখ টাকার শেয়ার। আজ সূচক ডিএসইএক্স ৩৪ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭২৭ দশমিক শূন্য এক পয়েন্টে। আগের কর্মদিবস রোববার ডিএসইএক্স ছিল পাঁচ হাজার ৬৯২ দশমিক শূন্য ছয় পয়েন্টে।
ডিএসইএস সূচক ১০ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৬১ দশমিক ৫০ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ১৩ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৪৬ দশমিক ৮০ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৫২টির ও কমেছে ৮৬টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৫৮টির। লেনদেনের শীর্ষে সোমবারে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ৪৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এস্কয়ার নিটিংয়ের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ১০ শতাংশ। এদিন দর কমার ক্ষেত্রে শীর্ষে উঠে এসেছে শ্যামপুর সুগারের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে দুই দশমিক ৯৯ শতাংশ।