সূচক পতনেও লেনদেন ১১০০ কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ মঙ্গলবার (৬ মে)। এদিন লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দরে পতন হয়েছে। তবে লেনদেন সহ বেড়েছে বাজারে মূলধনের পরিমাণ। এদিন লেনদেন হয়েছে এক হাজার ১০৮ কোটি টাকা। এই অঙ্কের লেনদেন গত ২ মাস ২৪ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি লেনদেন হয়েছিল এক হাজার ১৭৩ কোটি টাকা।
জানা গেছে, লেনদেনের শুরুতেই আজ ডিএসইর প্রধান সূচক ছিল উত্থানমুখী। পরে আলোচিত সূচক কমতির দিকে ফিরে। বেলা বাড়ার পর সেই পতন বাড়তে থাকে। দিনশেষে ডিএসইএক্স সূচক কমেছে এক দশমিক ৭৩ পয়েন্ট। শেয়ার বেচার চাপ বাড়ায় এদিন ৫৬ দশমিক ৩৪ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে।
ডিএসইর সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় এক হাজার ১০৮ কোটি ৩৪ লাখ টাকা। আগের কর্মদিবস সোমবার লেনদেন ছিল এক হাজার ৯৫ কোটি ৬৪ লাখ টাকা। এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ১৩ হাজার ২৪৭ কোটি ১১ লাখ টাকা। আগের কর্মদিবস রোববার বাজার মূলধন ছিল সাত লাখ ১৩ হাজার ১৫৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার। আজ সূচক ডিএসইএক্স এক দশমিক ৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭২৫ দশমিক ২৭ পয়েন্টে। আগের কর্মদিবস সোমবার ডিএসইএক্স ছিল পাঁচ হাজার ৭২৫ দশমিক ২৭ পয়েন্টে। ডিএসইএস সূচক ছয় দশমিক ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৫৫ দশমিক শূন্য দুই পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ছয় দশমিক ৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৪০ দশমিক ৩৭ পয়েন্টে।
ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৩১টির ও কমেছে ২২২টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৪১টির। লেনদেনের শীর্ষে সোমবারে উঠে এসেছে বেস্ট হোল্ডিংসের শেয়ার। কোম্পানিটির ৫৫ কোটি ৮২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি ফান্ডের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ১০ শতাংশ। এদিন দর কমার ক্ষেত্রে শীর্ষে উঠে এসেছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে দুই দশমিক ৯৯ শতাংশ।