পুঁজিবাজারে মন্দা, ৩০০ কোম্পানির শেয়ারে দরপতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ বুধবার (১৫ মে)। শেয়ার বিক্রি বাড়ায় এদিন লেনদেনে অংশ নেওয়া ৭৬ কোম্পানির শেয়ারের দরে পতন হয়েছে। আগের দিনের তুলনায় আলোচিত দিনে কমেছে লেনদেনের পরিমাণ। পাশাপাশি কমেছে পুঁজিবাজারে মূলধনের পরিমাণও।
অনুসন্ধানে দেখা যায়, লেনদেনের শুরুতেই আজ ডিএসইর প্রধান সূচক ছিল নিম্নমুখী। বেলা বাড়ার পর সেই পতন আরও বাড়তে থাকে। দিনশেষে ডিএসইএক্স সূচক কমেছে ৫৮ পয়েন্ট। শেয়ার বেচার চাপ বাড়ায় এদিন কমেছে ৩০১ কোম্পানির শেয়ার দর। লেনদেন কমে পাঁচ কোটি ঘরে চলে এসেছে। বাজারে মূলধন কমেছে ১৬০০ কোটি টাকার ওপরে।
ডিএসইর সূত্রে জানা যায়, আজ বুধবার ডিএসইতে লেনদেন হয় ৫২৬ কোটি ৩৩ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন ছিল ৬৬৪ কোটি ৩৬ লাখ টাকা। আলোচিত দিনে পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ দুই হাজার ৮০৮ কোটি ৭৪ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার বাজার মূলধন ছিল সাত লাখ চার হাজার ৪৯৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার। একদিনে ব্যবধানে বাজারে মূলধন কমেছে এক হাজার ৬৮৯ কোটি ৮৬ টাকা।
আজ সূচক ডিএসইএক্স ৫৮ দশমিক ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৫২৭ দশমিক ৩৯ পয়েন্টে। ডিএসইএস সূচক ১২ দশমিক ৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২১২ দশমিক ৯৬ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১৪ দশমিক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৭৭ দশমিক ৭৮ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৬১টির ও কমেছে ৩০১টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৩৩টির।