১২ মিনিটে লেনদেন ৪৯ কোটি টাকা, পতনে সূচক
সূচক পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। শুরুর প্রথম ১২মিনিট বা সকাল ১০টা ১২ মিনিটে লেনদেন হয়েছে ৪৯ কোটি টাকা। এসময় লেনদেনে অংশ নেওয়া ৮৫ শতাংশ কোম্পানির শেয়ারের দরে পতন হয়েছে। আজ সোমবার (২০ মে) ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা যায়, শেয়ার বেচার চাপে লেনদেনের শুরুতেই সূচকের পতন হয়। লেনদেনে শুরুর প্রথম পাঁচ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স পতন হয় ৫৫ পয়েন্ট। বিক্রির চাপ পরে আরও বাড়তে থাকে। এতে সূচকের পতন গতি বেড়ে যায়। লেনদেনে শুরুর প্রথম ১২ মিনিটে ডিএসইএক্সে পতন হয় ৭০ দশমিক ২৭ পয়েন্ট। আলোচিত সময়ে ডিএসইএক্স সূচক কমে অবস্থান করেছে পাঁচ হাজার ৩৬১ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক ১৪ দশমিক ১১ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ২৪ দশমিক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ১৭৭ দশমিক ৫২ পয়েন্ট ও এক হাজার ৯২৪ দশমিক ৩১ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৯টির, কমেছে ২৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়েছে ৪৮ কোটি ৮০ লাখ টাকা।
লেনদেন শীর্ষে উঠে এসেছে লাভেলো আইসক্রিমের শেয়ার। লেনদেন করেছে ছয় কোটি ২৮ লাখ টাকা। এ ছাড়া আলিফ ইন্ডাস্ট্রিজের দুই কোটি ৫৪ লাখ টাকা, সোনালী আশেঁর দুই কোটি ২৫ লাখ টাকা, এসিআইয়ের এক কোটি ৯০ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের এক কোটি ৪৭ লাখ টাকা, নাভানা ফার্মার এক কোটি ৪৬ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের এক কোটি ২৪ লাখ টাকা, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের এক কোটি ২১ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের এক কোটি ১৭ লাখ টাকা এবং ওরিয়ন ফার্মার এক কোটি ১০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।