ডিএসইতে মূলধন কমেছে ৪৯ হাজার কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে পার করল গত সপ্তাহ (রোববার থেকে বৃহস্পতিবার)। সপ্তাহটিতে ডিএসইতে মূলধন কমেছে প্রায় ৪৯ হাজার কোটি টাকা। কমেছে লেনদেনের পরিমাণও। ৮২ শতাংশ কোম্পানির শেয়ারেও হয়েছে দরপতন।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আগের সপ্তাহ থেকে বিদায়ী সপ্তাহে লেনদেন পরিমাণ কমেছে এক হাজার ৭৫১ দশমিক ৩৮ শতাংশ বা ৪৫ দশমিক ৮৬ শতাংশ। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে মূলধনের পরিমাণ কমেছে ৪৮ হাজার ৭৫৭ কোটি টাকা বা ছয় দশমিক ৯৫ শতাংশ।
এদিকে গত ১০ অক্টোবর পুঁজিবাজারে সরকারি বন্ডের লেনদেন শুরু হয়। এরপর ডিএসইতে ২৫০ বন্ডের লেনদেন হয়। এতে ডিএসইর শেয়ারবাজার মূলধন ২ লাখ ৫২ হাজার ২৬৩ কোটি ১৩ লাখ টাকা থেকে বেড়ে ৭ লাখ ৭৩ হাজার ৯৩৯ কোটি ৫৮ লাখ টাকায় দাঁড়িয়েছিল। এরপর গত ২৭ অক্টোবর শেয়ারবাজার মূলধন কমে দাঁড়িয়েছিল সাত লাখ ৬৯ হাজার ৪৬৫ কোটি ৭২ লাখ টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ারবাজার মূলধন দাঁড়ায় ছয় লাখ ৫৩ হাজার ৬৬ কোটি ৭২ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারে শেয়ারবাজারে মূলধন দাঁড়িয়েছিল সাত লাখ এক হাজার ৮২৪ কোটি ৫৬ লাখ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজারে মূলধন কমেছে ৪৮ হাজার ৭৫৭ কোটি ৮৪ লাখ।
গেল সপ্তাহে ডিএসইতে লেনদেন হয় দুই হাজার ৭০ কোটি তিন লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল তিন হাজার ৮২১ কোটি ৪১ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন পরিমাণ কমেছে এক হাজার ৭৫১ কোটি ৩৮ লাখ। আলোচিত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৫১৭ কোটি ৫০ লাখ টাকা। আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ৭৬৪ কোটি ২৮ লাখ টাকা। গেল সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত ৪১১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৮টির, দর কমেছে ৩৩৮টির বা ৮২ দশমিক ২৯ শতাংশ ও অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির। লেনদেন হয়নি ২৫টি কোম্পানির শেয়ার।
সপ্তাহটিতে সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়। এক সপ্তাহের ব্যবধানে প্রধান সূচক ডিএসইএক্স ২০৫ দশমিক শূন্য দুই পয়েন্ট কমে দাঁড়ায় পাঁচ হাজার ৩১২ দশমিক ৪০ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস ৫২ দশমিক ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৫৯ দশমিক ৫৪ পয়েন্টে। ডিএসই৩০ সূচক ৬৬ দশমিক ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯০৭ দশমিক ৭০ পয়েন্টে। এছাড়া ডিএসএমইএক্স সূচক ৩৬ দশমিক ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৫৫২ দশমিক ৭০ পয়েন্টে।