৮৪ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ রোববার (২৬ মে)। শেয়ার বিক্রি বাড়ায় এদিন লেনদেনে অংশ নেওয়া ৮৪ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আগের দিনের তুলনায় আলোচিত এদিনে কমেছে পুঁজিবাজারে মূলধনের পরিমাণ। কমেছে লেনদেনের পরিমাণও।
অনুসন্ধানে দেখা যায়, লেনদেনের শুরুতেই আজ ডিএসইর প্রধান সূচক ছিল উত্থানমুখী। বেলা বাড়ার পর সেই উত্থান পতনে ফিরে। দিনশেষে প্রধান সূচক ডিএসইএক্স সূচক কমেছে ৬১ পয়েন্ট। শেয়ার বিক্রির চাপে এদিন কমেছে ৩২২টি কোম্পানির শেয়ার দর। একদিনের ব্যবধানে পুঁজিবাজারে মূলধন কমেছে পাঁচ হাজার ৬৯৫ কোটি টাকা। লেনদেন কমে চলে এসেছে তিনশ কোটি টাকার ঘরে।
ডিএসইর সূত্রে জানা যায়, আজ রোববার ডিএসইতে লেনদেন হয় ৩২২ কোটি ৭৫ লাখ টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন ছিল ৫০৮ কোটি টাকা। একদিনের ব্যবধানে লেনদেন কমেছে ১৮৫ কোটি ২৫ টাকা। আলোচিত দিনে পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৪৭ হাজার ৩৭১ কোটি ২৩ লাখ টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার বাজার মূলধন ছিল ছয় লাখ ৫৩ হাজার ৬৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার। একদিনের ব্যবধানে বাজারে মূলধন কমেছে পাঁচ হাজার ৬৯৫ কোটি ৪৯ টাকা।আজ সূচক ডিএসইএক্স ৬১ দশমিক ৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ২৫০ দশমিক ৮৪ পয়েন্টে। ডিএসইএস সূচক ১৩ দশমিক শুন্য ছয় পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৪৬ দশমিক ৪৭ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১৮ দশমিক ৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৮৮ দশমিক ৭১ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩১টির ও কমেছে ৩২২টি বা ৮৪ দশমিক ২৯ শতাংশ। শেয়ার দর পরিবর্তন হয়নি ২৯টির।
লেনদেনের শীর্ষে এদিনে উঠে এসেছে ওরিয়ন ফার্মার শেয়ার। কোম্পানিটির ২০ কোটি ৯২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। দর কমার শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে আট দশমিক ৭৯ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে শমরিতা হাসপাতালের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ছয় দশমিক ৫৪ শতাংশ।