ঘুরে দাঁড়িয়ে উত্থানে ডিএসই
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ সোমবার (২৭ মে)। শেয়ার কেনার চাপ বাড়ায় এদিন লেনদেনে অংশ নেওয়া ৭০ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। আগের দিনের তুলনায় আলোচিত এদিনে বেড়েছে পুঁজিবাজারে মূলধনের পরিমাণ। বেড়েছে লেনদেনের পরিমাণও।
অনুসন্ধানে দেখা যায়, লেনদেনের শুরুতেই আজ ডিএসইর প্রধান সূচক ছিল উত্থানমুখী। বেলা বাড়ার পর সেই উত্থান আরও বাড়তে থাকে। দিনশেষে প্রধান সূচক ডিএসইএক্স সূচক বেড়েছে ৫৯ পয়েন্ট। শেয়ার কেনার চাপে এদিন বেড়েছে ২৭৬টি কোম্পানির শেয়ার দর। একদিনের ব্যবধানে পুঁজিবাজারে মূলধন বেড়েছে তিন হাজার ৯৪৫ কোটি টাকা। লেনদেন বেড়ে চলে এসেছে ৫০০ কোটি টাকার ঘরে।
ডিএসইর সূত্রে জানা যায়, আজ সোমবার ডিএসইতে লেনদেন হয় ৫০৬ কোটি ১১ লাখ টাকা। আগের কর্মদিবস রোববার লেনদেন ছিল ৩২২ কোটি ৭৫ লাখ টাকা। একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ১৮৩ কোটি ২৫ টাকা। আলোচিত দিনে পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৫১ হাজার ৩১৬ কোটি ৭২ লাখ টাকা। আগের কর্মদিবস রোববার বাজার মূলধন ছিল ছয় লাখ ৪৭ হাজার ৩৭১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার। একদিনের ব্যবধানে বাজারে মূলধন বেড়েছে তিন হাজার ৯৪৫ কোটি ৪৯ টাকা। আজ সূচক ডিএসইএক্স ৫৯ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩১০ দশমিক ৫১ পয়েন্টে। ডিএসইএস সূচক ১৩ দশমিক ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৬০ দশমিক ১৮ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১১ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯০০ দশমিক ৬৫ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৭৬টির বা ৭০ দশমিক শূন্য পাঁচ শতাংশ এবং কমেছে ৮৪টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৩৪টির।
লেনদেনের শীর্ষে এদিনে উঠে এসেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের শেয়ার। কোম্পানিটির ৩৫ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে দুই দশমিক ৯৯ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ইনডেক্স এগ্রোর শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৭৩ শতাংশ।