পতনে ফিরেছে ডিএসই
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ মঙ্গলবার (২৮ মে)। শেয়ার বিক্রির চাপ বাড়ায় এদিন লেনদেনে অংশ নেওয়া ৬৭ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আগের দিনের তুলনায় আলোচিত দিনে কমেছে পুঁজিবাজারে মূলধনের পরিমাণ। কমেছে লেনদেনের পরিমাণও।
অনুসন্ধানে দেখা যায়, লেনদেনের শুরুতেই আজ ডিএসইর প্রধান সূচক ছিল উত্থানমুখী। বেলা বাড়ার পর সেই উত্থান ফিরে পতন রুপে। দিনশেষে প্রধান সূচক ডিএসইএক্স সূচক কমেছে ৩১ পয়েন্ট। শেয়ার বিক্রির চাপে এদিন কমেছে ২৬৫টি কোম্পানির শেয়ার দর। লেনদেন কমে চলে এসেছে ৪৪০ কোটি টাকার ঘরে।
ডিএসইর সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৪৪০ কোটি ৭২ লাখ টাকা। আগের কর্মদিবস সোমবার লেনদেন ছিল ৫০৬ কোটি ১১ লাখ টাকা। একদিনের ব্যবধানে লেনদেন কমেছে ৬৫ কোটি ৩৯ টাকা। আলোচিত দিনে পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৫১ হাজার ২৮৪ কোটি ৮৩ লাখ টাকা। আগের কর্মদিবস সোমবার বাজার মূলধন ছিল ছয় লাখ ৫১ হাজার ৩১৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার। আজ সূচক ডিএসইএক্স ৩১ দশমিক ৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ২৭৮ দশমিক ৮৮ পয়েন্টে। ডিএসইএস সূচক সাত দশমিক ৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৫২ দশমিক ৫৫ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১৩ দশমিক ৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৮৬ দশমিক ৭২ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৯২টির এবং কমেছে ২৬৫টির বা ৬৭ দশমিক ২৬ শতাংশ। শেয়ার দর পরিবর্তন হয়নি ৩৭টির।
লেনদেনের শীর্ষে এদিনে উঠে এসেছে আইএফআইসি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ২১ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে দুই দশমিক ৯৯ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৭০ শতাংশ।