ডিএসই : সূচক পতনে চলছে লেনদেন
সূচক পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। শুরুর প্রথম ২৪ মিনিট বা সকাল ১০টা ২৪ মিনিটে লেনদেন হয়েছে ৬২ কোটি টাকা। আলোচিত সময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরে পতন হয়েছে। আজ বুধবার (২৯ মে) ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা যায়, শেয়ার বিক্রয়ের চাপে লেনদেনের শুরুতেই সূচকের পতন হয়। লেনদেন শুরুর প্রথম দুই মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স পতন হয় ১৯ পয়েন্ট। সূচকটি দাঁড়ায় পাঁচ হাজার ২৫৯ পয়েন্টে। পরে সূচক উত্থানে ফিরে। পরবর্তী ১০ মিনিটে বেড়ে ডিএসইএক্স দাঁড়ায় পাঁচ হাজার ২৮৮ পয়েন্টে। সেই উত্থান ধরে রাখতে পারেনি। শেয়ার বিক্রির চাপ বাড়ায় সূচকের ফের পতন। লেনদেনের শুরুর প্রথম ২৪ মিনিটে ডিএসইএক্সে পতন হয় ১৫ দশমিক শূন্য পাঁচ পয়েন্ট। আলোচিত সময়ে ডিএসইএক্স সূচক কমে অবস্থান করেছে পাঁচ হাজার ২৬৩ দশমিক ৮৩ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক তিন দশমিক ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৪৯ দশমিক ২১ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক দুই দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৮৯ দশমিক শূন্য এক পয়েন্টে।
কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৮টির, কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়েছে ৬২ কোটি ২৪ লাখ টাকা। আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে আইএফআইসি ব্যাংকের শেয়ার। লেনদেন করেছে চার কোটি ৮৭ লাখ টাকা। এ ছাড়া ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের চার কোটি পাঁচ লাখ টাকা, ইজেনারেশনের তিন কোটি ছয় লাখ টাকা, ফারইস্ট নিটিংয়ের দুই কোটি ৬৮ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের দুই কোটি ৬৬ লাখ টাকা, ওরিয়ন ফার্মার দুই কোটি দুই লাখ টাকা, রিলায়েন্স ইন্স্যুরেন্স ফান্ডের এক কোটি ৯৫ লাখ টাকা, ওয়াইম্যাক্স ইলেকট্রোডের এক কোটি ৪৩ লাখ টাকা, নাভানা ফার্মার এক কোটি ৩২ লাখ টাকা এবং মালেক স্পিনিংয়ের এক কোটি ৩০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।