সূচকের উত্থান লেনদেনও বেড়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ বৃহস্পতিবার (৩০ মে)। শেয়ার কেনার চাপ বাড়ায় এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। আগের দিনের তুলনায় আলোচিত এদিনে বেড়েছে পুঁজিবাজারে মূলধনের পরিমাণ। বেড়েছে লেনদেনের পরিমাণও।
অনুসন্ধানে দেখা যায়, লেনদেনের শুরুতেই আজ ডিএসইর প্রধান সূচক ছিল নিম্নমুখী। বেলা বাড়ার পর পতন থেকে উত্থানে ফিরে। দিনশেষে প্রধান সূচক ডিএসইএক্স সূচক বেড়েছে ২৩ পয়েন্ট। শেয়ার কেনার চাপে এদিন বেড়েছে ৫৫ শতাংশ কোম্পানির শেয়ার দর। একদিনের ব্যবধানে পুঁজিবাজারে মূলধন বেড়েছে হাজার কোটি টাকা। লেনদেন বেড়ে চলে এসেছে ৩৭৪ কোটি টাকার ঘরে।
ডিএসইর সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৩০৬ কোটি ৬৭ লাখ টাকা। আগের কর্মদিবস বুধবার লেনদেন ছিল ৩৭৪ কোটি ৪৮ লাখ টাকা। একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ৬৭ কোটি ৮১ টাকা। আলোচিত দিনে পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৪৮ হাজার ৯২২ কোটি ৯ লাখ টাকা। আগের কর্মদিবস বুধবার বাজার মূলধন ছিল ছয় লাখ ৪৭ হাজার ৮৯০ কোটি ৮০ লাখ টাকার শেয়ার। একদিনের ব্যবধানে বাজারে মূলধন বেড়েছে এক হাজার ৩১ কোটি ২৯ লাখ টাকা। আজ সূচক ডিএসইএক্স ২৩ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ২৫১ দশমিক ৯৬ পয়েন্টে। ডিএসইএস সূচক চার দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৪৩ দশমিক ৬৯ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক চার দশমিক ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৭৪ দশমিক ৮৪ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২১৩টির বা ৫৪ দশমিক ৭৫ শতাংশ এবং কমেছে ১২৬টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৫০টির।
লেনদেনের শীর্ষে এদিনে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির ১২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে বাটা সুর শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে দুই দশমিক ৯৯ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৭৯ শতাংশ।