আধ ঘন্টায় লেনদেন ৬০ কোটি টাকা, পতনে সূচক
সূচক পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। শুরুর প্রথম ৩০ মিনিট বা সকাল ১০ টা ৩০ মিনিটে লেনদেন হয়েছে ৬০ কোটি টাকা। আলোচিত সময় লেনদেনে অংশ নেওয়া ৬৬ শতাংশ কোম্পানির শেয়ারের দরে পতন হয়েছে। আজ সোমবার (৩ জুন) ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা যায়, শেয়ার ক্রয়ের চাপে লেনদেনের শুরুতেই প্রধান সূচকের উত্থান হয়। লেনদেনে শুরুর প্রথম চার মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ৯ পয়েন্ট। পরে ক্রয়ের চাপ কমতে থাকে। অপরদিকে বিক্রয়ের চাপ বাড়ে। এতে সূচকের গতি পতনে চলে আসে। লেনদেনের শুরুর প্রথম ৩০ মিনিটে ডিএসইএক্সের পতন হয় ২৫ দশমিক ৭৭ পয়েন্ট। এ সময়ে ডিএসইএক্স সূচক কমে অবস্থান করেছে পাঁচ হাজার ২০৭ দশমিক ৮৯ পয়েন্টে।
আলোচিত সময়ে ডিএসইএস সূচক পাঁচ দশমিক ৩৯ পয়েন্ট ও ডিএস ৩০ সূচক ১২ দশমিক ৯০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ১৩১ দশমিক ৮৬ পয়েন্ট ও এক হাজার ৮৫৪ দশমিক ১৩ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৩টির, কমেছে ২১৭টি বা ৬৫ দশমিক ৭৬ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়েছে ৬০ কোটি ৭১ লাখ টাকা।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার। লেনদেন করেছে পাঁচ কোটি ৯ লাখ টাকা। এছাড়া সেন্ট্রাল ফার্মার চার কোটি ৩৯ লাখ টাকা, ওরিয়ন ফার্মার তিন কোটি ৬০ লাখ টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের দুই কোটি ৯০ লাখ টাকা, ইজেনারেশনের দুই কোটি ৫৫ লাখ টাকা, গোল্ডেন সনের দুই কোটি ৪৮ লাখ টাকা, গ্লোবাল হেভি কেমিক্যালসের দুই কোটি পাঁচ লাখ টাকা, ওরিয়ন ফার্মার এক কোটি ৯৪ লাখ টাকা, ফারইস্ট নিটিংয়ের এক কোটি ৭৩ লাখ টাকা এবং বিচ হ্যাচারীর এক কোটি ৬০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।