বিশ্বকাপের সূচিতে আসছে পরিবর্তন
ওয়ানডে বিশ্বকাপের আর বেশিদিন বাকি নেই। ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হবে বিশ্বকাপের ১৩তম আসর। ১৫ অক্টোবর ভারত-পাকিস্তানের আকাঙ্খিত ম্যাচ। ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। কিন্তু, একই দিন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব নবরাত্রি থাকায় নিরাপত্তা ইস্যুতে ম্যাচটির ভেন্যু ও তারিখ পরিবর্তনের কথা ভেবেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ভারত-পাকিস্তানের ম্যাচটি ১৫ অক্টোবরের পরিবর্তে ১৪ অক্টোবর নিয়ে আসার কথা ভাবছে বিসিসিআই। এই ম্যাচ পরিবর্তন করলে টুর্নামেন্টের সূচিতে আরও কিছু পরিবর্তন আনতে হতে পারে। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) বিশ্বকাপের সব ভেন্যুর সদস্যদের নিয়ে বৈঠক বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক জয় শাহ। সভা শেষে তিনি নিশ্চিত করেন, পরিবর্তন আসবে বিশ্বকাপের সূচিতে। এমনটিই জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।
ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে, জয় শাহ বিশ্বকাপের নতুন সূচি নিয়ে কথা বলেছেন। দিল্লিতে সভা শেষে জয় শাহ বলেন, ‘বিশ্বকাপের সূচিতে সামন্য পরিবর্তনের সম্ভাবনা আছে। বেশ কয়েকটি দেশ অনুরোধ করেছে কয়েকটি ম্যাচের তারিখ পরিবর্তন করতে। আমরা আইসিসির সঙ্গে কাজ করছি। আশা করি দুই-তিনদিনের মধ্যে পরিবর্তনগুলো স্পষ্ট করতে পারব আমরা।’