তামিমের দলে না থাকা নিয়ে যা বললেন মাশরাফী
বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে যাচ্ছে, কিন্তু দলে নেই তামিম ইকবাল। ২০০৭ থেকে ২০১৯ পর্যন্ত হওয়া সবগুলো বিশ্বকাপেই দলে ছিলেন দেশসেরা ওপেনার। কিন্তু, এবারের না থাকাটা জন্ম দিয়েছে বিতর্কের। যে বিতর্কের রেশ থামছে না কিছুতেই। পক্ষে-বিপক্ষে চলছে আলোচনা-সমালোচনা।
তামিমের দলে থাকা না থাকার বিষয়ে সুরাহা করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ডাকেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে। এর আগে তামিম অবসর নেওয়ার পর মাশরাফীর প্রাথমিক হস্তক্ষেপ এবং পরবর্তীতে প্রধানমন্ত্রীর অনুরোধে ওয়ানডেতে ফেরেন তামিম। তবে, এবার আর ফেরা হলো না দলে।
আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তামিম লিখেছেন, ‘আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলব। গত কয়েক দিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দল এবং আমার ভক্ত-সমর্থক সবাই পরিষ্কারভাবে সব কিছু জানার অধিকার রাখে।’
এর আগে, তামিমের দলে না থাকার বিষয়টি নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন মাশরাফী। সেখান তিনি লেখেন, ‘একটা তথ্য সবাই হয়তো ভুল দিচ্ছে, তামিমকে বাদ দিয়েছে। আসলে সত্য হলো, তামিম দলে থাকতে চায়নি। দলে না রাখা আর থাকতে না চাওয়ার ব্যবধানটা অনেক। আমার মনে হয় এতটুকু সম্মান তামিমের প্রাপ্য। এখন প্রশ্ন হতে পারে তামিম কেন দলে থাকতে চাইল না। আসলে, সেই উত্তর আমার কাছে নেই। সেটা একমাত্র তামিমই বলতে পারে।’
সব প্রশ্নের উত্তর পাওয়ার অপেক্ষাতেই এখন প্রহর গুনছেন ক্রিকেট ভক্তরা।