বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন না উইলিয়ামসন
আগামী ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। প্রথম ম্যাচেই মাঠে নামবে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড। কিন্তু, বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম ম্যাচে থাকছেন না নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) নিজেদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট।
আইপিএলে গিয়ে পড়া হাঁটুর চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি তিনি। যদিও, নিজেকে ফিট হিসেবে গড়ে তুলতে সবরকম চেষ্টাই করছেন। বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে না পারলেও আজ পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে একাদশে রাখা হয়েছে উইলিয়ামসনকে।
আজকের ম্যাচে তিনি শুধু একজন ব্যাটার হিসেবে খেলবেন। অধিনায়কত্ব করবেন টম লাথাম। এ ম্যাচের পর আবার পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে উইলিয়ামসনকে। যে কারণে মিস করবেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচও।
তবে, বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে উইলিয়ামসনকে পা্ওয়ার আশা করছে নিউজিল্যান্ড ক্রিকেট। উইলিয়ামসন নিজেও আশাবাদী এই সময়ের মধ্যে সম্পূর্ণ ফিট হয়ে দলে ফিরতে পারার ব্যাপারে।
আজ পাকিস্তানের বিপক্ষে খেলা প্রসঙ্গে উইলিয়ামসন বলেন, ‘আমি মাঠে নামছি নিজের অবস্থা দেখার জন্য। অনুশীলনে আমি দৌড়াচ্ছি, ফিল্ডিং করছি, মাঝখানে ব্যাট করছি। কতটা উন্নতি হয়েছে সেটি দেখতেই আমার এই চেষ্টা। আশাকরি এক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ সেরে উঠব।’