মেয়ের চীনা নামের অর্থ জানালেন জাকারবার্গ
চীনা নববর্ষ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। এক ভিডিও বার্তায় সবাইকে শুভেচ্ছা জানান মার্ক জাকারবার্গ, তাঁর স্ত্রী প্রিসিল চ্যান।
এ সময় তাঁদের সঙ্গে ছিল তাঁদের একমাত্র মেয়ে ম্যাক্স। এ খবর জানিয়েছে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল।
জাকারবার্গ ও প্রিসিলার মেয়ে ম্যাক্সের চীনা নাম রাখা হয়েছে চ্যান মিংউ। জাকারবার্গ জানিয়েছেন, চ্যান নামটি রাখা হয়েছে মা প্রিসিলা চ্যানের পারিবারিক পদবি ‘চ্যান’ থেকে। আর চীনা ভাষায় মিংউ মানে ‘সুন্দর আগামীর জন্য শুভ কামনা’।
আজ রোববার ভিডিওটি ফেসবুকে নিজের টাইমলাইনে শেয়ার করেছেন জাকারবার্গ। এক মিনিট ১৩ সেকেন্ডের এই ভিডিওতে জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা দুজনেই চীনা মান্দারিন ভাষায় কথা বলেছেন।
জাকারবার্গ জানান, চীনা নববর্ষ পালনের জন্য ফেসবুকে একজন চীনা শেফ আনা হয়েছে। যে বিভিন্ন চীনা খাবার রান্না করে খাওয়াবে।
৩১ বছর বয়সী ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ আরো বলেন, ‘চীনা খাবারের মধ্যে আমার পছন্দ হাসের মাংস।’
ভিডিওর শেষে দেখা যায়, জাকারবার্গ তাঁর মেয়েকে জিজ্ঞেস করছেন, তিনি কি ঠিকভাবে চীনা ভাষা বলতে পেরেছেন?
Happy Lunar New Year from Priscilla, Max and me! In the Year of the Monkey, I hope you and all your loved ones find happiness, health and good fortune.
Posted by Mark Zuckerberg on Saturday, 6 February 2016