ইউরোপে গ্যাস ও বিদ্যুতের রেকর্ড মূল্যবৃদ্ধি
চীন দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে এবারের শীতের জন্য জ্বালানি সরবরাহ সংরক্ষিত করার নির্দেশ দিয়েছে। চীনের এমন সিদ্ধান্তে ইউরোপের জ্বালানি সংকট আরও বেড়েছে। এ ছাড়া রাশিয়া থেকে পাইপলাইনে জ্বালানি সরবরাহ সীমিত হওয়ার ইঙ্গিত মিলেছে নিলামে। সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ খবর জানিয়েছে।
ইউরোপে গ্যাস ও বিদ্যুতের রেকর্ড দাম বেড়েছে। এবং জ্বালানি সরবরাহ পাওয়ার লড়াই তীব্রতর হতে যাচ্ছে। চীনের জ্বালানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামতের বরাতে ব্লুমবার্গ জানিয়েছে, চীনের জ্বালানি খাতের তত্ত্বাবধায়ক দেশটির উপপ্রধানমন্ত্রী হান ঝেং রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি প্রতিষ্ঠানগুলোকে যেকোনো মূল্যে অভ্যন্তরীণ সরবরাহ ঠিক রাখতে নির্দেশ দিয়েছেন। এদিকে, রাশিয়া হয়ে একটি গুরুত্বপূর্ণ পথে জার্মানির ম্যালনাও কম্প্রেসার স্টেশনে গ্যাস পৌঁছে দিতে বাড়তি পাইপলাইন নিশ্চিত না হওয়ার খবরটিও একই সঙ্গে এসেছে।
ইউরোপে গত শীতে বাড়তি ঠান্ডা পড়ায় এবং মৌসুম স্বাভাবিকের চেয়ে দীর্ঘ হওয়ার কারণে গ্যাস ও কয়লার মজুদ হ্রাস পেয়েছে। এর মধ্যেই বৈশ্বিক জ্বালানি সংকটের জেরে গ্যাস ও কয়লা পেতে মরিয়া হয়ে উঠেছে ইউরোপের দেশগুলো। এমনকি পানিবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় পানির সরবরাহও হ্রাস পেয়েছে। তবে, কোভিড মহামারিজনিত পরিস্থিতি থেকে উত্তরণের সঙ্গে সঙ্গে পরিস্থিতির দ্রুত উন্নতি হওয়ার কিছু লক্ষণও দেখা যাচ্ছে।
নিউইয়র্ক-ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান গ্যাস ভিস্তা এলএলসি’র প্রেসিডেন্ট লেসলি প্যালটি-গুজম্যান বলেন, ‘ইউরোপের দেশগুলোর সরকার ও ভোক্তাদের জন্য খারাপ খবর হলো—তাদের শীতের বাকি সময়টায় বাড়তি দামে গ্যাস ও বিদ্যুত পেতে হবে।’
‘বর্তমান পরিস্থিতি জ্বালানি সরবরাহের নিশ্চয়তা বিধানের বিষয়টি সামনে নিয়ে এসেছে’, যোগ করেন লেসলি প্যালটি-গুজম্যান।
ব্লুমবার্গ জানিয়েছে, রাশিয়া থেকে জার্মানির ম্যলনাও-তে গ্যাস সরবরাহ আবারও হ্রাস পাওয়ায় স্থানীয় সময় গতকাল সকালে আরেক দফা বিপাকে পড়েন সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা। ইউরোপে গ্যাসের প্রধান ট্রানজিট রুটের মাধ্যমে সরবরাহ এ সপ্তাহের শুরুর তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ কমে গেছে।
মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে, অক্টোবরের প্রথম দিনে (আজ) জার্মানির ম্যালনাও-তে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ নিশ্চিতের বিষয়টি এ সংক্রান্ত নিলামে অন্তর্ভুক্ত করা হয়নি। মাসিক নিলামে অক্টোবরের জন্য সক্ষমতার মাত্র ৩৫ শতাংশ সরবরাহ নিশ্চিত করা গেছে।
এ মাসে নেদারল্যান্ডসে ডাচ প্রাকৃতিক গ্যাসের দাম আগের চেয়ে ১৪ দশমিক ৭ শতাংশ বেড়ে মেগাওয়াট-ঘণ্টাপ্রতি ৯৯ দশমিক ৩১ ইউরো হয়েছে। এই বাড়তি দাম আগামী মাসেও চালু থাকবে। ইউরোপের অন্যান্য দেশের ভোক্তাদেরও একই মূল্য গুনতে হতে পারে। এ ছাড়া যুক্তরাজ্যেও এক মাসের ব্যবধানে বেড়েছে দাম।
এ ছাড়া আগামী বছরের জন্য জার্মানিতে বিদ্যুতের দাম ১৩ শতাংশ বেড়ে প্রতি মেগাওয়াট-ঘণ্টার জন্য ১৩৩ ইউরো হচ্ছে। ফ্রান্সে ১০ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি মেগাওয়াট-ঘণ্টার জন্য গুনতে হবে ১৩৫ দশমিক ৫ ইউরো। গতকাল বৃহস্পতিবার এই দুই দেশে জ্বালানি খাতে রেকর্ড মূল্যবৃদ্ধির বিষয়টি নিশ্চিত হয়।